Training on Mental Health Service Delivery: General Mental Health and Drug Addiction

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে “Mental Health Service Delivery: General Mental Health and Drug Addiction” শীর্ষক  একটি প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ১২ জুলাই, ২০১৮ থেকে ২৬ জুলাই, ২০১৮ পর্যন্ত দুই ধাপে অনুষ্ঠিত হয়। বিভাগের সকল শিক্ষকবৃন্দসহ বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ও সদ্য মাস্টার্স সমাপ্তকৃত ১৮ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।  সকল প্রশিক্ষণার্থী কে ২৪ জুলাই, ২০১৮ তারিখে সনদ প্রদান করেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সনদ প্রদান অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগের সম্মানিত সভাপতি লাইলুন নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শাহানুর হুসাইন। প্রশিক্ষণটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।