চ.বি.তে মানসিক স্বাস্থ্য সেবা চালু
মনোবিজ্ঞান বিভাগের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টারের সেবা কার্যক্রম পুনরায় চালু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগিতায় চবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইয়াহিয়া আখতার।
আজ ৯ই ডিসেম্বর ২০২৪ সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেডিকেল সেন্টারের কাউন্সেলিং সেবা কার্যক্রমটি পুনরায় উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
চবি উপাচার্য মনোবিজ্ঞান বিভাগ ও চবি মেডিকেল সেন্টারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে এ সেন্টার সহায়তা করবে। তাছাড়া এটা মানসিক স্বাস্থ্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে সহায়তা করবে। উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন একটি কাউন্সেলিং ইউনিট চালু করা শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণের জন্য একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করে বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের এ সেবা গ্রহণ করে নিজেদের জীবন ঝঁকিমুক্ত করে সুস্থ ও সুন্দর জীবন গড়তে পারবেন।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট চালুর ফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদান, দুশ্চিন্তা মোকাবিলা, আত্মহত্যা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকবে।
মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, চবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট চালু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার দিকে লক্ষ্য রেখে নেওয়া হয়েছে। এ ইউনিটটি শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়তা, দুশ্চিন্তা কমানো, আত্মবিশ্বাস বৃদ্ধি ও তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি এ সেন্টারকে পযার্য়ক্রমে পুণার্ঙ্গ কাউন্সেলিং সেন্টার হিসেবে রূপান্তর করার অভিমত ব্যক্ত করেন।
চবি মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে উক্ত বিভাগের অধ্যাপক ডঃ মোঃ নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আফজাল হোসেন ও ড. মোঃ শাহীনুর রহমান, চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব, চবি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ ও উক্ত বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, চবি মেডিকেল সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে চবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিটের পরিপূর্ণ সেবা কার্যক্রম প্রদান করা হবে। উক্ত সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানীরা সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার (বিশ্ববিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে) প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত অফিসিয়ালী রেজিষ্ট্রেশনকৃতদের মধ্যে হতে সর্বোচ্চ ৮ জনকে কাউন্সেলিং সেবা প্রদান করবেন।