প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আগামীকাল মনোবিঞ্জান বিভাগ কতৃর্ক আয়োজিত মানসিক স্বাস্থ্য দিবসের শোভাযাএার শুভ উদ্ধোধন করবেন মাননীয় উপাচার্য (দায়িত্বরত) ডঃ শিরীণ আখতার এবং সম্মানিত ডিন ডঃ মো মাহবুবুর রহমান। তোমাদের সবার স্বস্তঃস্ফুর্ত অংশগ্রহন প্রত্যাশা করছি। সবাই সকাল ৯ টার মধ্যে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়ে তোমাদের টি শার্ট সংগ্রহ করবে। তোমাদের বিভাগ সম্মান তোমাদেরই রক্ষা করতে হবে।
ধন্যবাদ।
-সভাপতি, মনোবিজ্ঞান বিভাগ, চ,বি,।